মালদা

বৈষ্ণবনগর বাজার এলাকায় বোমা বিস্ফোরণ, ঘটনায় গুরুত্বর আহত এক বৃদ্ধ

বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত বৈষ্ণবনগর বাজার এলাকায়। ঘটনায় এক বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছেন। ঘনটায় নিজেদের নিরাপত্তার দাবি তুলে সরব হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

            জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতেও বৈষ্ণবনগর বাজার এলাকায় একটি মুদিখানা দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন অমিও সরকার, বামাচরন লালা সহ পাঁচ থেকে ছয় জন। ঠিক সেই সময় দোকান থেকে ঢিল ছোড়া দূরত্বে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় অমিও সরকারের দান পায়ে আঘাত লাগে। কিছুক্ষণের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। আতঙ্কে ছুটাছুটি করতে থাকেন ব্যবসায়ী এবং স্থানীয়রা। পরে বৈষ্ণবনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আহত অমিও সরকারকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। তবে কারা এবং কি কারণে এই বোমা বিস্ফোরণ ঘটাল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।  

            অন্যদিকে এই ঘটনায় বাজারের ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তার জন্য সরব হয়েছেন। তাদের দাবি এর আগেও এই বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাদের কোন নিরাপত্তা নেই। এই অবস্থায় তাদের ব্যবসা চালিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে। তাই প্রশাসনের কাছে তারা নিজেদের নিরাপত্তার দাবি জানিয়েছেন। এও বলেন যদি তা না করা হয় তাহলে আগামীতে তারা বৃহতম আন্দোলনে নামবেন।